কলকাতা, ৪ অক্টোবর : বাঁশদ্রোণীতে ছাত্রমৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জালে ধরা পড়েছেন ঘাতক পে লোডারের চালক এবং মালিক। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাশগুপ্ত। দু’জনকেই বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। পে লোডারের মালিকই চালককে পালাতে সাহায্য করেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। বুধবার, বাঁশদ্রোণীতে পড়তে যাওয়ার সময়, পে লোডারের ধাক্কায় মৃত্যু হয় গড়িয়ার রেনিয়ার বাসিন্দা, গঙ্গাপুরী শিক্ষাসদন হাইস্কুলে এক পড়ুয়ার। এই মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয়। পাটুলি থানার ওসিকে নামানো হয় কাদা জলে। উদ্ধার করতে গেলে পুলিশ কর্মীদের কলার ধরে হুঁশিয়ারি দেয় উত্তেজিত জনতা। পুলিশকে হেনস্থার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। আর এবার গ্রেফতার করা হল ঘাতক পে লোডারের চালক এবং মালিককে।