kolkata

9 months ago

Corporation Recruitment Scam : পুরনিয়োগ মামলায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তে স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ

Kolkata HC (File Picture)
Kolkata HC (File Picture)

 

কলকাতা, ২২ মে : পুরনিয়োগ মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল সিবিআই তদন্তের। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। দেশের শীর্ষ আদালত হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। সুপ্রিম নির্দেশে মামলা ফিরেছিল হাইকোর্টে। তা উঠেছিল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তিনি সিলমোহর দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়য়ের রায়েই। সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য।আজ, সোমবার সেই মামলার শুনানি হলো।

উল্লেখ্য, হুগলি জেলার প্রমোটার অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পুরনিয়োগেও দুর্নীতি হয়েছে। তা জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন, সিবিআই তদন্তের। পুরনিয়োগ মামলায় ইতিমধ্যেই কামারহাটি পুরসভার কর্মী শ্বেতা চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।


You might also like!