kolkata

11 months ago

Weather forecast of kolkata and bengal: ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস; গরম থেকে মিলবে স্বস্তি, জারি কমলা সতর্কতা!

Kolkata Weather Update (Symbolic Picture)
Kolkata Weather Update (Symbolic Picture)

 

কলকাতা, ২৩ মে: গরমে কাহিল দক্ষিণবঙ্গকে স্বস্তি দিতে আসছে বৃষ্টি। আগামী বৃহস্পতিবার (কোথাও কোথাও শুক্রবার) পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও, তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। পাশাপাশি, বৃহস্পতিবার এবং শুক্রবারও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শুক্রবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝড়বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দু’দিন শিলাবৃষ্টি-সহ ঝড় এবং বজ্রপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আবহবিদরা জানিয়েছেন, পূর্ব উত্তর প্রদেশ, ঝাড়খন্ড এবং আশপাশের অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এবং বঙ্গোপসাগর থেকে ভেসে আসা জলীয়বাষ্পের কারণে বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ। বৃষ্টির জন্য ২৪ ঘণ্টা পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে বলেও জানিয়েছেন আবহবিদরা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

You might also like!