kolkata

1 year ago

Howrah : রেললাইনে ফাটল, গ্রামবাসীদের তৎপরতায় রক্ষা পেল সাঁতরাগাছি-ঝাড়গ্রাম প্যাসেঞ্জার

crack on railway track in accident averted
crack on railway track in accident averted

 

হাওড়া, ২ ডিসেম্বর : বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল সাঁতরাগাছি-ঝাড়গ্রাম প্যাসেঞ্জার। শুক্রবার হাওড়া-খড়্গপুর শাখার হাউর ও রাধামোহনপুর স্টেশনের মাঝে, রুইয়াগেড়িয়া এলাকায় রেললাইনে বড় ফাটল দেখতে পান গ্রামবাসীরা। সেই সময় ওই লাইনে আসছিল সাঁতরাগাছি-ঝাড়গ্রাম প্যাসেঞ্জার। ট্রেনটিকে আসতে দেখে লাল কাপড় দেখিয়ে চালককে সতর্ক করে দেন গ্রামবাসীরা। অল্পের জন্য দুর্ঘটনার থেকে বাঁচে ট্রেনটি। কী কারণে লাইনে এতবড় ফাটল দেখা দিল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রের খবর, ঝাড়গ্রাম প্যাসেঞ্জার আসার আগে শুক্রবার হাওড়া-খড়্গপুর শাখার হাউর ও রাধামোহনপুর স্টেশনের মাঝে, রুইয়াগেড়িয়া এলাকায় রেললাইনে বড় ফাটল দেখতে পান গ্রামবাসীরা। তাঁদের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। রেললাইন মেরামত করা হয়েছে। কেন ফাটল তা খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!