kolkata

1 year ago

Legislative Assembly : ৮ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন

CV Anand Bose
CV Anand Bose

 

কলকাতা, ২৩ জানুয়ারি  : আগামী ৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে পারে। বিধানসভা সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। ওই দিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তৃতার মধ্যে দিয়ে শুরু হবে এ বারের বাজেট অধিবেশন। ওই দিন দুপুরে রাজভবন থেকে বিধানসভায় এসে এই বাজেট বক্তৃতা করবেন তিনি। পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসাবে দায়িত্বে আসার পর এটাই হবে তাঁর প্রথম বার বিধানসভায় প্রবেশ।

৯ ফেব্রুয়ারি হতে পারে শোকপ্রস্তাব। মন্ত্রী সুব্রত সাহা-সহ প্রয়াতদের শ্রদ্ধা জানানো হবে ওই দিন। ১০ ফেব্রুয়ারি বাজেট পেশ হতে পারে। গত বছরের মতো এ বারও বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত বছর পর্যন্ত বিধানসভার অধিবেশন শুরু নিয়ে রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে দড়ি টানাটানি চলত। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকার এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিবাদ ছিল সর্বজনবিদিত।

নতুন রাজ্যপাল আনন্দ বোস প্রথম থেকেই রাজ্য সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলার ইঙ্গিত দিয়েছেন। তাই সরকারি আধিকারিকদের ধারণা, এ বারের বিধানসভার বাজেট অধিবেশন হবে রাজভবন-নবান্নের সহাবস্থানের আবহে। তবে বিগত দুটি বাজেট অধিবেশনে যে ভাবে বিরোধী দল বিজেপি বিক্ষোভ প্রদর্শন করে ওয়াক আউটের কৌশল নিয়েছিল, এ বারও তেমন কৌশল অবলম্বন করতে পারে বিজেপি পরিষদীয় দল। অধিবেশন শুরুর আগে বিজেপি পরিষদীয় দল নিজেদের মধ্যে একটি বৈঠক করে রণনীতি ঠিক করতে পারে। সেই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি পরিষদীয় দলের বরিষ্ঠ সদস্যদের আলোচনাও হয়েছে।


You might also like!