kolkata

1 year ago

Dilip Ghosh : বোমা এখন রাজ্যের একমাত্র শিল্প", তোপ দিলীপ ঘোষের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ২ ডিসেম্বর  : “বোমা এখন রাজ্যের একমাত্র শিল্প। যেখানে সেখানে গড়ে উঠছে।পুলিশ ও মুখ্যমন্ত্রীও চুপ।” শুক্রবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে বোমা-অস্ত্র উদ্ধারের বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি এই কথা বলেন।

দিলীপ ঘোষ বলেন, “এটাই এখন এ রাজ্যের একমাত্র শিল্প। যেখানে সেখানে গড়ে উঠছে। প্রোপ্রাইটার তৃণমূল নেতারা। মাঝে মাঝে টেস্ট হচ্ছে। নিজেদের পার্টির মধ্যে হচ্ছে। মাঝে মাঝে অন্যের ওপর হচ্ছে। মানুষ চিন্তিত।”

পঞ্চায়েত নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুড়িমুড়কির মতো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র-বোমা। পরপর ভাঙড়, নানুর। এক-একজনের বাড়ি থেকেই যত পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, তাতে মনে হচ্ছে যেন অস্ত্রেরই কারখানা। এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।

You might also like!