কলকাতা, ১২ মার্চ : বিজেপির তীব্র সমালোচনা করলেন কলকাতার মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। তাঁর কথায়, বিজেপি শুধুমাত্র বিভাজনের রাজনীতি করে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেছেন, "বিজেপি গুন্ডাদের দল। কেউ আমাদের হারাতে পারবে না। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। তাঁরা কেবল বিভাজনের রাজনীতি করে।" উল্লেখ্য, ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে বিতর্ক বাড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঙ্গলবার বলেছেন, ''ওদের দলে (তৃণমূল কংগ্রেস) যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব।'' শুভেন্দুর এই মন্তব্যেরও সমালোচনা করেছেন ফিরহাদ হাকিম।