kolkata

4 months ago

Cyber ​​fraud:অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া ৪৮ লক্ষ টাকা ফিরিয়ে দিল ব্যারাকপুর পুলিশ

Barrackpore police returned Rs 48 lakh lost in online fraud
Barrackpore police returned Rs 48 lakh lost in online fraud

 

ব্যারাকপুর, ১০ সেপ্টেম্বর : অনলাইন প্রতারণায় ৪৮ লক্ষ টাকা খুইয়ে ফেলেছিলেন ব্যারাকপুরের তালবাগানের বাসিন্দা সুরজ দত্ত। কিন্তু পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দুরন্ত দক্ষতায় সেই টাকা উদ্ধার করে তাঁর হাতে তুলে দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সোমবার পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া নিজে সুরজ দত্তের হাতে ৪৮ লক্ষ টাকার চেক তুলে দেন।

জানা গেছে, ২ জুলাই সুরজ দত্তের কাছে একটি ফোন আসে, যেখানে নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে একজন তাঁকে জানান যে তিনি রাজকুন্দন মানি লন্ডারিং নামে একটি মামলায় জড়িয়ে পড়েছেন। ওই মিথ্যা মামলার থেকে অব্যাহতি পেতে সুরজকে ৪৮ লক্ষ টাকা জমা দিতে বলা হয়। সুরজ দত্ত জানান, যে নম্বর থেকে ফোনটি এসেছিল সেটি ট্রু-কলারে মুম্বইয়ের বরিভেলি পুলিশ স্টেশন হিসেবে দেখিয়েছিল। ভয় পেয়ে এবং সঠিকভাবে যাচাই না করেই তিনি অনলাইনে ওই টাকা পাঠিয়ে দেন। পরে বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং সঙ্গে সঙ্গে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন।

তদন্তের ভার যায় সাইবার ক্রাইম বিভাগের হাতে। দ্রুত তদন্তের পর জানা যায়, ওই টাকা মুম্বইয়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ট্রান্সফার হয়েছে। সাইবার বিভাগের গোয়েন্দারা সঙ্গে সঙ্গে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন এবং টাকা উদ্ধার করতে সক্ষম হন।

ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান, এই সাফল্য সাইবার ক্রাইম বিভাগের দক্ষতা এবং দ্রুত পদক্ষেপের ফল। তিনি প্রতারণার শিকার ব্যক্তিদের দ্রুত পুলিশে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন, যাতে এ ধরনের অপরাধ দ্রুত রোধ করা যায়।

You might also like!