কলকাতা, ২১ আগস্ট : “দিদির তৈরি 'নিরাপদ শহর'-এ আরেকটি নির্ভয়ার করুণ পরিণতির মুখোমুখি হলো।” বুধবার এক্স-বার্তায় এই মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
তিনি লিখেছেন, “হত্যাটি এতটাই নৃশংস যে মৃতদেহ শনাক্ত করা অসম্ভব। আনন্দপুরের বাইপাসের কাছে একটি ঝোপের মধ্যে তাঁর প্রাণহীন দেহ পাওয়া যায়। পথচারীরা এটি দেখতে পান।”
প্রসঙ্গত, ই এম বাইপাস সংলগ্ন আনন্দপুরের নোনাডাঙায় জনবহুল এলাকায় রাস্তার পাশ থেকে এ দিন সকালে উদ্ধার হয়েছে এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই যুবতীকে অন্যত্র খুন করে আনন্দপুরে রাস্তার ধারে ঝোপের মধ্যে ফেলে যাওয়া হয়েছে৷ প্রাতঃভ্রমণকারীরাই প্রথম ওই যুবতীর দেহ দেখতে পান৷