kolkata

14 hours ago

Kolkata: ফের পারদ-পতনের ইঙ্গিত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের পূর্বাভাস

Kolkata
Kolkata

 

কলকাতা, ২ ডিসেম্বর : ডিসেম্বরের শুরুতেই পারদ-পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই নতুন করে তাপমাত্রা কমতে পারে, শুরু হতে পারে জমজমাট শীতের আমেজ। তার আগে সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখীই। এদিন মহানগরী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি।

সোমবার সকাল থেকেই কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলির আকাশ ছিল মেঘচ্ছন্ন, ছিঁটেফোঁটা বৃষ্টিও হয়েছে। তবে, মঙ্গলবারের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, সর্বত্রই থাকবে শুষ্ক আবহাওয়া। কুয়াশার কারণে সমস্যা হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকতে পারে। দুই বঙ্গেই আগামী কয়েক দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। সপ্তাহান্তে পারদ নামতে পারে।


You might also like!