kolkata

1 month ago

Junior Doctor: স্থিতিশীল নন অনিকেত মাহাতো, গঠন ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড

Aniket Mahato
Aniket Mahato

 

কলকাতা, ১১ অক্টোবর: এখনও স্থিতিশীল হলেন না আর জি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। অনিকেতের শরীরে জলশূন্যতা ছিল। তাঁর মূত্রেকিটোন বডি পাওয়া গিয়েছে। আগামী তিন-চার দিন চিকিৎসাধীনই থাকবেন অনিকেত। এর পর খানিক সুস্থ হয়ে উঠলেও পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর জি করের অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে। গভীর রাতে ধর্মতলার অনশনস্থল থেকে তাঁকে আরজি করে নিয়ে যাওয়া হয়। সেখানে সিসিইউতে ভর্তি করানো হয়েছে তাঁকে। এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি। তাঁর চিকিৎসার জন্য সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

You might also like!