kolkata

1 year ago

Weather Forecast : পারদ পতনে ঠান্ডার আমেজ তিলোত্তমায়, তবে কী শীত এসেই গেল? কী বলল হাওয়া অফিস জানুন সব তথ্য

Again temprature drops in kolkata on 2/12/22
Again temprature drops in kolkata on 2/12/22

 

কলকাতা, ২ ডিসেম্বর : শীতের চেনা ছন্দ উধাও, কিছু দিন আগেও যতটুকু ঠাণ্ডা ছিল তাও উধাও। তবে, শুক্রবার কলকাতায় একধাক্কায় দুই ডিগ্রি নামল তাপমাত্রার পারদ, তবুও তিলোত্তমায় শীতের আমেজ তেমন নেই। যদিও, গ্রামবাংলায় রয়েছে হিমেল পরশের অনুভূতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আবহবিদরা জানিয়েছেন, ফের পারদ নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শীতের অনুভূতি ফিরে পাবে দক্ষিণবঙ্গবাসী। আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছেন আবহ বিজ্ঞানীরা। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। প্রসঙ্গত, নভেম্বরের শেষ সপ্তাহে যেমন ঠাণ্ডা উপভোগ করেছিল দক্ষিণবঙ্গ, বিগত তিন দিন ধরে সেই ঠাণ্ডা একেবারেই উধাও।


You might also like!