Breaking News

 

kolkata

1 year ago

TET Scam : মানিক ভট্টাচার্যর মামলায় অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী, অসন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়

Abhijit Ganguly
Abhijit Ganguly

 

কলকাতা, ২৩ নভেম্বর  : নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যর মামলায় সুপ্রিম কোর্টে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী। আর এই নিয়ে বুধবার আরও একবার সিবিআই-এর ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এই নিয়ে বিস্ময় প্রকাশ করে বিচারপতি মন্তব্য করেন, “এটা খুব সন্তোষজনক পরিস্থিতি নয়।” গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানি ছিল। সেই মামলায় গরহাজির ছিলেন সিবিআইয়ের আইনজীবী। তদন্তকারীদের অনুপস্থিতির বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারপতি নথিবদ্ধ করেন তাঁর নির্দেশনামায়। বুধবার হাইকোর্ট নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সিবিআই যে সুপ্রিম কোর্টে ২৬ পাতার রিপোর্ট দিয়েছে, তা এদিন হাইকোর্টে উল্লেখ করেন আইনজীবী। যদিও সুপ্রিম কোর্টে সেই রিপোর্টিকে অসম্পূর্ণ বলেছে। সেই বিষয়টিকে স্মরণ করিয়ে দিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

গোটা পরিস্থিতির প্রেক্ষিতে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, “সিবিআই আধিকারিকদের বলুন এই মামলা খুব গুরত্ব দিয়ে দেখতে।” তিনি বলেন, “নিয়োগ দুর্নীতি মামলা কোনও ছেলেখেলা নয়। কেন সে দিন সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী ছিলেন না? এই মামলাগুলি সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে। তাহলে কেন এই ঢিলেমি?” আগামী ৬ ডিসেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে।

প্রসঙ্গত, এর আগেও সিবিআই-এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নভেম্বরের মাঝামাঝি আদালতে সিবিআই-এর স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধানকে তলব করেন। এমনকি গ্রুপ ডি নিয়োগ মামলায় সিবিআই খুব আস্তে আস্তে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। আদালতের গঠিত সিবিআই সিট ভেঙে, নতুন করে সিটও তৈরি করে দেন। দুই জন সিবিআই অফিসারকে সিট থেকে বাদ দিয়ে, আরও চার জনকে যুক্ত করা হয়।

You might also like!