kolkata

11 months ago

A terrible fire broke out in Bagbazar area:বাগবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

A terrible fire broke out in Bagbazar area
A terrible fire broke out in Bagbazar area

 

কলকাতা, ১১ ফেব্রুয়ারি  : বাগবাজার এলাকার একটি বস্তিতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার রাতে বাগবাজার মহিলা কলেজের পিছনের এলাকার একটি বস্তিতে এই আগুনটি লাগে। দমকল বিভাগের এক সিনিয়র আধিকারিক এই তথ্য জানিয়েছেন।আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দেওয়া হয়। শনিবার রাত ৯.৪৫ নাগাদ দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।

দমকল কর্মী জানিয়েছেন যে এই আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দমকল বিভাগের সিনিয়র আধিকারিক আরও জানিয়েছেন যে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বস্তি থেকে সমস্ত বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে রেখেছি। অগ্নিনির্বাপণ অভিযান এখনও চলছে এবং আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি বলেও তিনি জানান।

You might also like!