রাঁচি, ১ নভেম্বর : ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাঁচি সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরকে ঘিরে ঝাড়খণ্ডের রাঁচিতে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
এই উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার কর্মসূচির প্রস্তুতি চলছে জোরকদমে। অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব সুখদেব সিং। বৈঠকে প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর রোড শো নিয়েও আলোচনা হয়েছে।
রাঁচি বিমানবন্দর থেকে সড়কপথে বিরসা মুন্ডা স্মৃতি পার্কে যাবেন প্রধানমন্ত্রী। খুন্তিতে বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতুতেও যাবেন প্রধানমন্ত্রী। বিরসা মুন্ডা স্মৃতি পার্কে ২০ থেকে ২৫ মিনিট কাটাতে পারেন নরেন্দ্র মোদী। এর পর তাঁর রাজভবনে যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সেখানে ১৫ থেকে ২০ মিনিট থাকতে পারেন। রাজভবন থেকে প্রধানমন্ত্রী বিমানবন্দরে যাবেন। সেখান থেকে তিনি বিমানে করে খুন্তির উলিহাতুতে বিরসা মুণ্ডার জন্মস্থানে রওনা হবেন। এরপর খুন্তির বিরসা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।