Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Jharkhand

2 years ago

Jharkhand:ঝাড়খণ্ডে দু'টি মোটরবাইকে ধাক্কা বেপরোয়া ট্রাকের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দু'জন

Reckless truck hits two motorbikes in Jharkhand
Reckless truck hits two motorbikes in Jharkhand

 

সরাইকেলা, ৯ অক্টোবর  : ঝাড়খণ্ডের গামহারিয়া থানা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারে। সোমবার সকাল ৮টা নাগাদ ঝাড়খণ্ডের গামহারিয়া থানার অন্তর্গত কেরালা পাবলিক স্কুলের কাছে সার্ভিস রোডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইককে ধাক্কা দেয়। দুটি বাইকের দুই যুবক অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও বাইক দুটি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে।

ট্রাকটি ওড়িশার ব্রহ্মপুর থেকে ঝাড়খণ্ডের গামহারিয়ায় একটি কোম্পানিতে পণ্য বোঝাই করে নিয়ে আসছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে কেরালা পাবলিক স্কুলের কাছে সার্ভিস রোডে উল্টে যায়। প্রচণ্ড গতিতে ট্রাকতে আসতে দেখে বাইক আরোহীরা বাইক থেকে নেমে পড়লে তাঁরা দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ট্রাক দুটি বাইককে চাপা দিয়ে চলে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক ও বাইক দুটিকে হেফাজতে নেয়।

You might also like!