পশ্চিম সিংভূম, ১৩ অক্টোবর : ঝাড়খণ্ডের চাইবাসায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে একাধিক নকশাল আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শুক্রবার সকালে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার গোয়েলকেরা থানা এলাকায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, এই এনকাউন্টরে কয়েকজন নকশাল আহত হয়েছে বলে জানা গিয়েছে। গোয়েলকেরা থানা এলাকাটি সাধারণত নকশাল প্রভাবিত এলাকা বলে পরিচিত।
শুক্রবার সকালে প্রথমে হাতিবুরু কুরিয়া জঙ্গলে এই এনকাউন্টারের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। এদিন নকশাল বিরোধী অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এই সময় মাওবাদীরাও একতরফা গুলি চালাতে থাকে। নিরাপত্তা বাহিনীর তার জবাব দিয়ে পাল্টা হামলা চালালে কয়েকজন মাওবাদী আহত হয়। এখনও নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গোলাগুলি জারি রয়েছে।