International

10 months ago

Bangladesh: ভোটে ভিড় নেই ঢাকায়; বাংলাদেশের নানা প্রান্তে অশান্তি, মুন্সিগঞ্জে খুন হাসিনার দলের সমর্থক

Thare No. 2 Croyd in Dhaka; Unrest in various parts of Bangladesh
Thare No. 2 Croyd in Dhaka; Unrest in various parts of Bangladesh

 

ঢাকা, ৭ জানুয়ারি: ভোটগ্রহণকে ঘিরে তেমন উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে না ঢাকায়, সকালের দিকে ঢাকার বিভিন্ন পোলিং বুথের বাইরে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমি যে কেন্দ্রে গিয়েছি, সেখানে সবাইকে একই দলের পেয়েছি। বাদ বাকিদের কোনও পোলিং এজেন্ট পাইনি।

ভোটগ্রহণ ঘিরে অশান্তির ছবি ধরা পড়েছে বাংলাদেশের নানা প্রান্তে। মুন্সীগঞ্জ-৩ আসনে জিল্লুর রহমান (৪০) নামে নৌকার এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) হাজী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে, ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগকে ঘিরে চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ শুরু হয়। নগরের চান্দগাঁওয়ে পুলিশের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ৯টার দিকে চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় এই সংঘর্ষ হয়। বিএনপি নেতা-কর্মীরা ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ায় সময় পুলিশ ধাওয়া করলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে জানিয়েছে পুলিশ।

You might also like!