দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সকলেই জানেন, আকাশে একটি সূর্য আলো দেয় সমগ্র দিকে। দিকে দিকে ছড়িয়ে পড়ে সেই আলো। আকাশে একটি মাত্র সূর্য থাকার ঘটনা সদা সত্য। তবে সেই সত্যই এবার বদলে গেল এক নিমিষে।
সম্প্রতি সমাজমাধ্যমে এক ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে চীনের সিচুয়ান প্রদেশের আকাশে একসাথে সাতটি সূর্যের উপস্থিতি। চীনের সিচুয়ান প্রদেশের চেংডুর আকাশে উঠেছে সাতটি সূর্য।ভিডিও শেয়ার করা ওই ব্যবহারকারী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই আশ্চর্যজনক সূর্যের ভিডিওটি আলোর প্রতিচ্ছবি এবং সূর্যকিরণের বিচ্ছুরণের দ্বারা সৃষ্ট। এই মহাজাগতিক ঘটনাটি ঘটেছে ১৯ আগস্ট, সোমবার।