International

10 months ago

Russia-Ukraine war:ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র

The US is giving Ukraine another $300 million worth of weapons
The US is giving Ukraine another $300 million worth of weapons

 

ওয়াশিংটন, ০১ জুন :রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের অধীনে দেশটিতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও লাখ লাখ রাউন্ড গোলাবারুদ পাঠাবে দেশটি।

বৃহস্পতিবার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জন্য নতুন করে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় বুধবার ঘোষণা করা এই সহায়তা প্যাকেজের অধীনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি মিলিয়ন মিলিয়ন রাউন্ড গোলাবারুদও অন্তর্ভুক্ত রয়েছে।মার্কিন এই প্রতিরক্ষা বিভাগ বলেছে, সর্বশেষ এই সহায়তার ফলে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর থেকে ইউক্রেনে মার্কিন নিরাপত্তা সহায়তার মোট পরিমাণ হবে ৩ হাজার ৭৬০ কোটি মার্কিন ডলার।

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের জন্য দরকারী জরুরি চাহিদা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহায়তার প্রয়োজনীয়তা মেটাতে সহায়তা প্রদানের জন্য কাজ চালিয়ে যাবে।’

এএফপি বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রুশ সেই আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে এবং অন্যান্য সহযোগী দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র ও অন্যান্য সহায়তা সরবরাহের কাজে নেতৃত্ব দিচ্ছে।

এছাড়া সর্বশেষ এই সামরিক সহায়তা পাঠানোর ঘোষণাটি এমন এক সময় আসল যখন রাশিয়ান বাহিনীর দখলে থাকা দেশের পূর্ব ও দক্ষিণের অঞ্চল ফিরিয়ে নিতে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।

অবশ্য ইউক্রেন গত কয়েক মাস ধরে পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে। তবে সেই আক্রমণ শুরুর আগে সৈন্যদের প্রশিক্ষণ এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক সরঞ্জাম গ্রহণের জন্য যতটা সম্ভব বেশি সময় নিচ্ছে ইউক্রেন।

পেন্টাগন বলেছে, নতুন করে ঘোষিত ৩০০ মিলিয়ন ডলারের এই সহয়তা প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, এআইএম-৭ এয়ার ডিফেন্স মিসাইল, অ্যাভেঞ্জার এয়ার ডিফেন্স সিস্টেম এবং স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইলও রয়েছে।

এছাড়াও হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমারস, ১৫৫এমএম এবং ১০৫এমএম আর্টিলারি রাউন্ড, ১০৫এমএম ট্যাংক গোলাবারুদ এবং জুনি এয়ারক্রাফট রকেটের জন্য গোলাবারুদও এই সহায়তা প্যাকেজের অংশ হিসেবে থাকছে।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ৩০ মিলিয়ন রাউন্ডেরও বেশি ছোট অস্ত্রের গোলাবারুদ ইউক্রেনে পাঠাচ্ছে বলে পেন্টাগন জানিয়েছে।

You might also like!