International

1 year ago

Qatar: ফিফা বিশ্বকাপ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা?

The possibility of closing the FIFA World Cup?
The possibility of closing the FIFA World Cup?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সবে মাত্র এক সপ্তাহ হয়েছে বিশ্বকাপ মহারনের। এর মধ্যেই অচিরেই বন্ধ হয়ে যেতে পারে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ! শুনতে খানিকটা অবাক লাগলেও, এটাই আপাতত সবচেয়ে বড় সত্যি। বিশ্ব স্বাস্থ্য সংগঠনের (WHO) চিকিৎসকেরা ইতিমধ্যেই সতর্ক করতে শুরু করেছেন যে ২০২২ ফুটবল বিশ্বকাপ চলাকালীনই কাতারে ক্যামেল ফ্লু ছড়াতে পারে। এই অসুখটি করোনা ভাইরাস এবং মাঙ্কি পক্সের মতোই সাংঘাতিক হতে পারে। ফিফা বিশ্বকাপ দেখতে গোটা বিশ্বের ফুটবল সমর্থকেরা আপাতত কাতারে ভিড় জমিয়েছেন। ইতিমধ্যে ক্যামেল ফ্লু নিয়ে সতর্কবার্তা যে আগামীদিনে বড় উদ্বেগের কারণ হতে পারে, তা বলা যেতেই পারে।

ক্যামেল ফ্লু ছাড়াও আরও কয়েকটি সংক্রামক ব্যাধি এই সময় ছড়িয়ে পড়তে পারে। একটি বিশেষ রিপোর্ট থেকে জানা গিয়েছে, ব্যাক্টর-জনিত রোগ যেমন ত্বকের লিশম্যানিয়াসিস, ম্যালেরিয়া, ডেঙ্গি, ব়্যাবিজ, চুলকানি, হেপাটাইটিস এ এবং বি'র মতো রোগ ছড়িয়ে পড়তে পারে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংগঠনের পক্ষ থেকে এমনই একটি ভাইরাসের হদিশ দেওয়া হয়েছে, যা আগামীদিনে অতিমারির আকার ধারণ করতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে যে কাতারের স্বাস্থ্য মন্ত্রক এই ঘটনার মোকাবিলা করার জন্য একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। ক্রমাগত বিষয়টির উপরে নজর রাখা হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, 'এই রোগের প্রকোপ থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য বিদেশি সমর্থকদের নিয়মিতভাবে টিকাকরণ করা হচ্ছে। সেইসঙ্গে নিয়ম মেনে খাবার এবং পানীয় গ্রহণ করার আবেদন করা হয়েছে।'

You might also like!