International

10 months ago

Sword of Tipu Sultan was sold at whopping 140 Crores: নিলামে উঠল টিপু সুলতানের তরবারি, দাম ১৪০ কোটি টাকা

Sword of Tipu Sultan was sold at whopping 140 Crores (File Picture)
Sword of Tipu Sultan was sold at whopping 140 Crores (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আঠারো শতকের মহীশূরের শাসক ছিলেন  টিপু সুলতান। তার বীরগাঁথা সকলেরই জানা। ভারতে রাজতন্ত্রের  অবসানে গনতন্ত্রের স্থাপনা হয়েছে বহু সময় পূর্বে , তবে সেই সময়ের রাজা মহারাজাদের বহু সামগ্রী আজও সমৃদ্ধ করে চলেছে ভারতের  ইতিহাস ও ঐতিহ্যকে।সম্প্রতি লন্ডনের অকশন হাউস বনহামস নিলামে তুলেছিল টিপু সুলতানের তরবারি। সংস্থাটি আজ জানিয়েছে, নিলামে তারা যে অঙ্কের অর্থ উঠবে বলে অনুমান করেছিল, তার প্রায় সাত গুণ দাম উঠেছিল।

টিপু সুলতানের ব্যক্তিগত সামগ্রীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই তরবারিটি। আঠারো শতকে একাধিক যুদ্ধে জয় এনে দিয়েছিল এটি। ১৭৭৫ থেকে ১৭৭৯ সাল পর্যন্ত মারাঠাদের বিরুদ্ধে একাধিক বার লড়েছিলেন টিপু সুলতান। 

‘বনহামস’-এর ইসলামিক ও ভারতীয় শিল্পকলা ও নিলাম বিষয়ক প্রধান অলিভার হোয়াইট জানিয়েছেন, এই তরবারি টিপু সুলতানের প্রাসাদের একটি ব্যক্তিগত কক্ষে পাওয়া গিয়েছিল। সংস্থার আর এক কর্ত্রী নিমা সাগারচির কথায়, ‘‘তরবারিটি সে সময়ের অসাধারণ ইতিহাস বহন করে। এর গায়ের কারুকাজ অপূর্ব। তিনি আরো বলেন, এমন জিনিসের জন্য লড়াই হবেই। সাময়িক ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল নিলামঘর, যার ফলাফল দেখে আমরা খুবই খুশি।’’

You might also like!