দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃতৃতীয়বারের মতো মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। এবারেও মহাকাশ অভিযানে সুনীতার সঙ্গী ভগবৎ গীতা। গীতা ছাড়াও সুনীতা সঙ্গে রেখেছেন একটি গণেশমূর্তি৷ তাঁর কাছে গণেশ 'লাকি চার্ম"।
কেনেডি স্পেস সেন্টারের বোয়িং স্টারলাইনার এয়ারক্রাফটে মহাকাশে পাড়ি দিলেন সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি 'বুচ' উইলমোর। একমাস আগেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল, শেষ মুহুর্তে যাত্রা বাতিল হয়।
এর আগেও তিনি মহাকাশে যাওয়ার সময় সঙ্গে রেখেছিলেন গীতা। সুনীতা জানিয়েছিলেন, তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি দেওয়ার আগে কিছুটা কিছুটা নার্ভাস হলেও আত্মবিশ্বাসে কোনও খামতি ছিল না। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আসা তাঁর কাছে বাড়ি ফেরার মতো।এখনও পর্যন্ত ৫০ ঘণ্টা ৪০ মিনিট মহাকাশে কাটিয়েছেন সুনীতা।