টোকিও, ৪ এপ্রিল : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের হোনশু। বৃহস্পতিবার হোনশুর পূর্ব উপকূলে জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। জাপানের আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০।
জাপানের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার উত্তর-পূর্ব জাপানের ফুকুশিমা অঞ্চলে ৬.০ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়, তবে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি অথবা আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ৪০ কিলোমিটার (২৫ মাইল) গভীরতায় এবং রাজধানী টোকিওতেও কম্পন টের পাওয়া যায়।