International

4 months ago

Protests of Bangladeshi Students: ছাত্র আন্দোলনের জন্যে তিন ঘণ্টা রইলো আটকে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস! কী হল তারপর?

Bangladesh Student Protest
Bangladesh Student Protest

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে এখন কঠিন অবস্থা। আঁচ পড়েছে রেল পরিবহণেও। শুক্রবার কলকাতা থেকে বাংলাদেশ যাওয়ার পথে বিভ্রাটে ভুগলেন যাত্রীরা। কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে দাঁড়িয়ে রইলো ঘণ্টার পর ঘণ্টা। এ্পার বাংলা থেকে ওপার বাংলায় যেতে সমস্যার সম্মুখীন হলেন ১৩১০৯ আপ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের যাত্রীরা।  অনিশ্চয়তার সময় কাটাচ্ছিল সবাই ট্রেনে বসেই।  সূত্রের খবর, কলকাতা থেকে সকাল ৭টা ১৩ নাগাদ ছেড়ে ৯টা বেজে ১২ মিনিটে নাগাদ পৌঁছায় এই ট্রেন। এরপর ৯টা ৩৪ নাগাদ বাংলাদেশ রেলওয়ের অধীনে পৌঁছে যায়। তারপর থেকেই আটকে ছিল ট্রেন। সকাল ৯টা ৪৫ মিনিটের পর অনেকক্ষণ চালানো যায়নি ট্রেন।  অনেকক্ষণ আটকে থাকার পর ১৩১০৯ ট্রেনটি বেলা ১২:২০ তে পুনরায় দর্শনা থেকে যাত্রা শুরু করেছে বলে জানা যায়। তবুও যাত্রাপথে আশঙ্কা থেকেই যায়। 


সরকারি চাকরিতে সংরক্ষণে জাতবৈষম্যের অভিযোগ তুলে বাংলাদেশে ছাত্র আন্দোলন কার্যত অগ্নিগর্ভ চেহারা নিয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলিগ–যুবলিগের সংঘর্ষ চলছে প্রত্যেক দফায়। অগ্নিগর্ভ ঢাকা বিশ্ববিদ্যালয়, অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। 


আন্দোলনের জেরে মানুষদের দৈনন্দিন জীবন স্তব্ধ। ঢাকা থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ। গাড়িতে, মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। আন্দোলনকারীদের দাবি, তাঁদের থামাতে পুলিশ হিংস্র হয়ে উঠেছে।


গতকাল ওপার বাংলায়  আলো বন্ধ করে নির্মম হত্যালীলা চালিয়েছে।বহু সংবাদমাধ্যমও আক্রান্ত হয়েছে৷ রামপুরায় বাংলাদেশ টিভি ভবনে হামলা, অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটেছে৷ বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,সন্ধের দিকে এই হামলা ঘটেছে৷ এর ফলে বন্ধ হয়ে গিয়েছে টিভি সম্প্রচার ৷ সন্ধের দিকে,  ‘হাতিরঝাল’ অ়ঞ্চলের বর্ডার গার্ড বাংলাদেশের এক গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

You might also like!