International

9 months ago

Pakistan:নওয়াজ বা বিলাওয়াল নন, শাহবাজ কুরসি ছেড়ে ভাইকে প্রার্থী নির্বাচন নওয়াজের

Shahbaz Kursi left the candidate for Nawaz's brother
Shahbaz Kursi left the candidate for Nawaz's brother

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নির্বাচনের প্রায় এক সপ্তাহ হতে চলল, এখনও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটছিল না পাকিস্তানের উপর থেকে। অবশেষে মঙ্গলবার ধোঁয়াশা কাটিয়ে জানানো হল, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টিই জোট বেঁধে সরকার গঠন করবে। প্রধানমন্ত্রী কে হবেন, তার নামও চূড়ান্ত হয়ে গিয়েছে। সূত্রের খবর, নওয়াজ শরিফ বা পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari) নয়, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। নওয়াজ শরিফ (Nawaz Sharif)-ই তাঁর ভাই শাহবাজের নাম সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য। ইমরান খানকে গদিচ্যুত করার পর প্রধানমন্ত্রী হয়েছিলেন শাহবাজই।

মঙ্গলবার বেশি রাতে পাকিস্তান (Pakistan) মুসলিম লিগ-নওয়াজের তরফে এক্স হ্য়ান্ডেলে এক বিবৃতি দেন দলের মুখপাত্র মারিয়ম ঔরঙ্গজেব। তিনি জানান, ৭৪ বছর বয়সের নওয়াজ ভাই শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। অন্যদিকে নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী প্রার্থী করা হয়েছে। মরিয়ম ঔরঙ্গজেব এক্স হ্যান্ডেলে লেখেন, “নওয়াজ শরিফ ধন্যবাদ জানিয়েছেন সেই সব রাজনৈতিক দলগুলিকে যারা পিএমএল-এনকে সমর্থন করেছে। তিনি মনে করেন, প্রার্থী নির্বাচনের এই সিদ্ধান্তের ফলে বর্তমান আর্থিক সংকট থেকে মুক্ত হবে পাকিস্তান।”

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি প্রধানামন্ত্রী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিতেই শাহবাজকে প্রার্থী করলেন নওয়াজ। যদিও পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজের তুলনায় ভাই শাহবাজ বয়সে খুব ছোট নয়। উভয়ের বয়সের ব্যবধান দুই বছর মাত্র। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, শাহবাজ প্রধানমন্ত্রী হলেও আড়াল থেকে ছড়ি ঘোরাবেন নওয়াজই। বাকিটা ভবিষ্যত বলবে।

২৬৫ আসনের পাকিস্তান (Pakistan) ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১৩৩টি আসন। কিন্তু সেই সংখ্যা ছুঁতে পারেনি কোনও দলই। এই পরিস্থিতিতে নির্দলদের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানে সরকার গড়তে চান নওয়াজ শরিফ ও আসিফ আলি জারদারি। কিন্তু জট বাঁধছিল প্রধানমন্ত্রিত্বের দাবিদারদের নিয়ে। সেই জট কেটে যাওয়ায় নওয়াজের ইচ্ছেতেই শাহবাজ শরিফ পাকিস্তানের মসনদে বসতে চলেছেন। এমনটাই মনে করা হচ্ছে।


You might also like!