International

10 months ago

New US and UK sanctions against the Houthis:হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

New US and UK sanctions against the Houthis
New US and UK sanctions against the Houthis

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার দেশ দুটি জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোয় বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর যেসব ‘অগ্রহণযোগ্য ও বেআইনি’ পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে হুতিদের জন্য আমাদের সুস্পষ্ট বার্তা এবারের নিষেধাজ্ঞা।যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে হামলার পেছনে জড়িত চারজন হুতি নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে তাঁদের সম্পদ বাজেয়াপ্ত হবে। তাঁরা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন না। এ ছাড়া অস্ত্র নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে তাঁদের।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পক্ষ থেকে পৃথক এক বিবৃতিতে একই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। আগে থেকে ১১ জন হুতি নেতা এবং হুতিদের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইঙ্গ–মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ আছে।ইরান–সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।লোহিত সাগর বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। তাই হুতিদের একের পর এক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

You might also like!