মেক্সিকো সিটি, ৯ এপ্রিল: পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হল মেক্সিকো, সবথেকে ভালো গ্রহণ দেখা গিয়েছে মেক্সিকোতেই। সেখানে প্রায় ৪ মিনিট ১১ সেকেন্ড অন্ধকারে নিমজ্জিত হয়। সবার আগে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছে মেক্সিকোর প্য়াসিফিক উপকূলে। এছাড়াও আমেরিকা, কানাডা থেকেও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছে। সূর্যগ্রহণ দেখার জন্য আমেরিকার আম জনতার ব্যাপক উৎসাহ চোখে পড়েছে। সেখানকার বেশ কিছু স্কুল-অফিস বন্ধ ছিল। সবাই মেতে ওঠেন গ্রহণ নিয়ে।
মহাজাগতিক বিরল এই সূর্যগ্রহণের প্রথম হয়েছে সাক্ষী মেক্সিকো। মেক্সিকোর সমুদ্রসৈকত লাগোয়া শহর মাজাতলানে উত্তর আমেরিকার প্রধান দর্শনীয় স্থান। এখানে জড়ো হয় হাজার হাজার মানুষ। সৌর-নিরাপদ চশমা-সহ ডেক চেয়ারে অথবা মাটিতে শুয়ে প্রস্তুতি নেন সবাই। দীর্ঘ অপেক্ষার পর স্থানীয় সময় ২টা ৭ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়। এই সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। অঞ্চলটি তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। বিরল এই দৃশ্য দেখে জনগণ উল্লাস ও করতালিতে ফেটে পড়েন।
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে টেক্সাস হয়ে কানাডায় এবং পরে আমেরিকার ১৪টি রাজ্যে প্রসারিত হয় অন্ধকার। সূর্যগ্রহণ উপভোগ করতে বিশেষ চশমা পরে টেক্সাসের বিভিন্ন জায়গায় জড়ো হন হাজার হাজার মানুষ। এ ছাড়াও স্পেন, ব্রিটেন, পর্তুগাল-সহ অন্য আরও কয়েকটি দেশের নাগরিকরা আংশিক সূর্যগ্রহণ দেখতে পান। এই সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য হল না ভারতের।