International

1 year ago

China : চিনে কোভিডবিধির বিরুদ্ধে বিক্ষোভকারীদের দমাতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী

Law and order forces stepped field quell protesters against
Law and order forces stepped field quell protesters against

 

বেজিং, ২৯ নভেম্বর  : চিনে কোভিডবিধির বিরুদ্ধে চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দমাতে মাঠে নেমেছে  আইনশৃঙ্খলা বাহিনী। বেশ কয়েকটি শহরে বিশালসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে । ফলে কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের জমায়েত ভেস্তে গিয়েছে ।

বিভিন্ন শহরে লোকজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তাদের ফোন তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্য দিয়েও আন্দোলন চলছে। বিশ্বের বেশ কয়েকটি শহরেও এই আন্দোলনের পক্ষে জনমত তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার পশ্চিম চিনের উরুমকি শহরের একটি বহুতলে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি ঘটে। বহুতল ভবনটি কোভিডবিধির আওতায় ছিল। ফলে ভবনটি থেকে বের হওয়া সহজ ছিল না। এর পর থেকেই দেশটিতে কোভিডবিধির বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অগ্নিকাণ্ডে প্রাণহানির পর হাজারো মানুষ সড়কে নেমে আসে। তারা কোভিড লকডাউনের ইতি টানার দাবিতে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ থেকে অনেকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ দাবি করে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বেজিং ও সাংহাই শহরে পুলিশকে টহল দিতে দেখা গেছে।


You might also like!