International

9 months ago

Japan : সমুদ্রের তলায় শহর বানাবে জাপান, বাস করবে মানুষ!থাকবে রাস্তা-হোটেল-শপিং মলও

Underwater city  in Japan (Symbolic Picture)
Underwater city in Japan (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জাপান জলের নিচে একটি শহর তৈরি করার পরিকল্পনা করছে। এই প্রকল্পের নাম OCEAN SPIRAL। জাপানি কোম্পানি শিমজু কর্পোরেশন এই ডুবো শহরের পরিকল্পনা করছে। এটিই হবে জাপানের প্রথম শহর, যা সম্পূর্ণরূপে জলের নিচে নির্মান করা হবে। জলের নিচের এই শহরটি হবে চারটি ফুটবল মাঠের সমান। এবার আপনার মনে নিশ্চয়ই এতক্ষণে প্রশ্ন জেগে গিয়েছে, যে কীভাবে তৈরি করা হবে এত বড় শহর? 

জাপানি কোম্পানি শিমজু কর্পোরেশনের মতে, এটি সমুদ্রপৃষ্ঠের দুই মাইল ভিতরে অবস্থিত থাকবে, যেখানে বাড়ি ছাড়াও হোটেল, বাজার এবং ব্যবসার জন্য পরিবহনের সব কিছুই থাকবে। এখানে মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এই প্রকল্পের ব্লু প্রিন্ট ও পরিকল্পনার কিছু ছবিও শেয়ার করেছে সংস্থাটি। এই শহরের নীচে একটি 15 কিলোমিটার পেঁচাল রাস্তাও তৈরি করা হবে। আর সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার নীচে একটি মাটির কারখানা তৈরি হবে। অর্থাৎ কোম্পানির মতে, এই শহরে থাকতে কোনও কষ্ট হবে না। জলের উপরের যে কোনও শহরে মানুষ ঠিক যেভাবে বসবাস করে, সেভাবেই জীবনযাপন করতে পারবেন জলের তলার এই শহরেও। 

এ শহরকে সম্পূর্ণ পরিবেশবান্ধব করার পরিকল্পনাও করেছে। এই শহরে 5 হাজার মানুষ একসঙ্গে বসবাস করতে পারবে। এছাড়া ভূমিকম্প ও সুনামি থেকে নিরাপদ রাখতে এই শহরকে অন্যরকম আকৃতি দেওয়া হচ্ছে। সমুদ্রের তলদেশে তিনটি ভাগে তৈরি করা হবে এই আন্ডারওয়াটার সিটি। স্পাইরাল ওয়ের পথে সমুদ্রপৃষ্ঠের 200 মিটার নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্লু গার্ডেন তৈরি করা হবে। আদতেই এই ডুবো শহরে মানুষের জীবনযাপন কেমন হবে, তা তৈরির পরই বোঝা যাবে।

You might also like!