International

1 month ago

IS Militant attack in Mosco: মস্কোর কনসার্ট হলে আইএস জঙ্গিদের হামলা; গুলি-বোমায় মৃত অন্তত ৬০, আহত ১৪৫

IS Militant attack in Mosco
IS Militant attack in Mosco

 

মস্কো, ২৩ মার্চ: রাশিয়ার মস্কোতে একটি কনসার্ট হলে আইএস জঙ্গিদের অতর্কিতে হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। সন্ত্রাসবাদীদের গুলি বোমায় আহত হয়েছেন কমপক্ষে ১৪৫ জন। মস্কোর কনসার্ট হলে হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠন। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার রাতে রাশিয়ার রক ব্যান্ড ‘পিকনিক’-এর একটি কনসার্টের জন্য প্রচুর মানুষ মস্কোর ক্রকাস সিটি হলে জড়ো হয়েছিলেন। হলটিতে প্রায় ছ’হাজার মানুষের বসার বন্দোবস্ত রয়েছে।

কনসার্ট চলাকালীন হঠাৎই হলের মধ্যেই বিস্ফোরণ হয়। চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায়। হলের ছাদ খসে পড়ে। এর পরেই কনসার্ট হলে ঢুকে পড়ে জনা পাঁচেক বন্দুকবাজ। ছদ্মবেশী পোশাক পরা পাঁচজন বন্দুকবাজ দর্শকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। বিস্ফোরণের পরে পরেই কনসার্ট হলে উপস্থিত দর্শকদের অনেকেই বাইরে বেরিয়ে গিয়েছিলেন। তবে বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়ায় অনেকে ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রায় ৭০টি অ্যাম্বুল্যান্স এনে উদ্ধারকাজ শুরু হয়। ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছে ৬০ জনের, এছাড়াও কমপক্ষে ১৪৫ জন আহত হয়েছেন।


You might also like!