International

1 year ago

United Nations : রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বের খাদ্য ভান্ডারে টান পড়ছে

India worried about the hunger index of the world due to war
India worried about the hunger index of the world due to war

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যুদ্ধ সবসময় ক্ষতি নিয়ে আসে , তা আরো একবার প্রমান করল রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। যুদ্ধের জেরে ক্রমশই জটিল হয়ে উঠছে বিশ্বের খাদ্য সঙ্কট। 

মানবিক সাহায্য ও বিপর্যয় মোকাবিলায় সহযোগিতা বিষয়ে সমন্বয় মজুবত করার প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের সাধারণসভায় ভারতের উপ-চিরস্থায়ী প্রতিনিধি আর রবীন্দ্র এই বিষয়টি উত্থাপন করেন। ভারত ও সুইডেনের হয়ে একটি যুগ্ম বার্তায় তিনি বলেন, ‘‘ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের খাদ্য সঙ্কট আরও বেড়েছে। ভারত ও সুইডেন, বিশেষ করে এই দুই দেশ, বিষয়টি নিয়ে খুবই চিন্তিত।’’ 

প্রসঙ্গত, মাস কয়েক আগে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য পরিবহণ নিয়ে রাশিয়া ও ইউক্রেনের চুক্তি হয়, তাতে এই সিদ্ধান্ত হয়-শস্যবাহী জাহাজ লক্ষ্য করে রাশিয়া বা ইউক্রেন কেউ হামলা চালাবে না। কথার খেলাপ একেবারে ঘটেনি, তা নয়। তবে সমুদ্রপথে খাদ্যশস্য রফতানি বন্ধ হয়নি। 

প্রাথমিক ভাবে চুক্তির যে সময়সীমা ধার্য হয়েছিল, ১৭ নভেম্বর তা আরও ১২০ দিন বাড়ানো হয়েছে। এর ফলে কৃষ্ণসাগরের তীরবর্তী বন্দরগুলি থেকে শস্যদানা, খাদ্যসামগ্রী, সার রফতানি চালু রয়েছে।  

গত সপ্তাহেই রাষ্ট্রপুঞ্জ ও তার সহযোগী সংস্থাগুলি জানিয়েছে, ২০২৩ সালে মানবিক সাহায্য ব্যবস্থা খাতে আনুমানিক অন্তত ৫ হাজার ১৫০ কোটি ডলার ব্যয় করতে হবে। এ বছরের তুলনায় যা ২৫ শতাংশ বেশি, এর ফলে গোটা বিশ্ব জুড়ে তৈরি হওয়া দ্বন্দ্ব ও উদ্বেগ যে নজিরবিহীন খাদ্য সঙ্কট তৈরি করেছে তা খ নিকটা দূর করা সম্ভব হবে। 

You might also like!