International

3 days ago

Nepal Rain: অতি বৃষ্টি ও ভূমিধ্বসে বিপর্যস্ত নেপাল! ২৪ ঘণ্টায় মৃত ১৪

Heavy rains and landslides in Nepal! 14 dead in 24 hours
Heavy rains and landslides in Nepal! 14 dead in 24 hours

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় নেপালে ভারী বৃষ্টি, ভূমিধস এবং বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। ভূমিধসের কারণে অন্তত আটজন এবং বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। বন্যার ফলে প্রাণ হারিয়েছেন একজন।

জেলাশাসক বুদ্ধ বাহাদুর গুরুং জানিয়েছেন যে, লামজুং জেলায় রাতভর একটানা বৃষ্টিতে ভূমিধসে ভেসে গিয়েছে তিনটি বাড়ি।

ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র ডিজান ভট্টরাই বলেছেন, ২৬ জুন আমরা ৪৪ টি মামলা রেকর্ড করেছি। যার মধ্যে ১৪ জন প্রাণ হারিয়েছেন। ভূমিধসে আটজন. বজ্রপাতে পাঁচজন এবং বন্যায় ডুবে একজনের মৃত্যু হয়েছে। ভূমিধসের কারণে দুজন এখনো নিখোঁজ, আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বর্ষা শুরুর পর ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এই সময় বজ্রপাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। বর্ষার কারণে ৩৩ টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এখনও পর্যন্ত ১৭ দিনে ১৪৭ টি বৃষ্টি সংক্রান্ত ঘটনা রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছর নেপালে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে শত শত মানুষ মারা যায়। এই পরিস্থিতি জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষা মৌসমে দেশের বেশিরভাগ পার্বত্য অঞ্চলে সাধারণ।

বুধবার সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে লামজুয়ে। সেখানে ভূমিধসে পাংচজনের মৃত্যু হয়। ওখালধুঙ্গাতে একজন এবং কাস্কিতে দুজনের মৃত্যু হয়। অতিরিক্ত ভূমিধসে এই দুটি মৃত্যু রেকর্ড করা হয়েছে। বন্যার কারণে একজনের মৃত্যুর কথা স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে।ব

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের ২৬ জুন বর্ষার মরসুম শুরু হওয়ার পর থেকে মোট ২৮ জন মারা গিয়েছেন। এই সময়েই ৩৩টি জেলা প্রভাবিত হয়েছে। একই সময়ের ব্যবধানে ভূমিধসে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের।

নির্দিষ্ট সময়সূচি মেনেই চলতি বছরে নেপালে বর্ষা এসেছিল। কিন্তু শুরু থেকেই অতিরিক্ত বৃষ্টির কারণে মৃত্যুর হার বেড়েছে। গত ১৩ জুন বর্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল নেপালে। এই মরশুম প্রায় তিন মাস স্থায়ী হবে বলে সরকারি তরফে জানানো হয়েছে।

সরকারি আধিকারিকরা জানিয়েছেন, ভারী বৃষ্টি এবং ভূমিধসের কারণে চলতি বছর বর্ষার মরশুমে প্রায় ১.৮ মিলিয়ন মানুষ বিভিন্ন অপ্রিয় ঘটনার দ্রাবা প্রভাবিত হতে পারেন। প্রতি বছর বর্ষার সময় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

You might also like!