ভুবনেশ্বর, ১৫ জুলাই : ওড়িশার বালেশ্বরের নির্যাতিতার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। আর্থিক সহায়তার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। বালেশ্বরের ছাত্রীর মৃত্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি "গভীর শোক" প্রকাশ করেছেন, মৃতের পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
গত ১২ জুলাই বালেশ্বরের ফকির মোহন অটোনোমাস কলেজের অধ্যক্ষের চেম্বারের বাইরে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। সোমবার রাত ১১.৪৬ মিনিটে ওড়িশার বালেশ্বরের ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার থেকে ভুবনেশ্বর এইমসের বার্ন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তরুণীকে বাঁচানোর জন্য সম্ভাব্য সবরকম পদক্ষেপ করা হয়েছিল। তাঁর বৃক্কতন্ত্রও প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। উল্লেখ্য, মঙ্গলবারই ওই ছাত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।