দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের সুন্দরবন এলাকায় গত কয়েক বছরে কমে গিয়েছিল বাঘের সংখ্যা। তবে সেখানে বাঘের সংখ্যা বাড়ছে। সুন্দরবনের খুলনা অংশে কত বাঘ আছে তা জানার জন্য একটি সমীক্ষা শুরু হয়েছে। সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে শুধু বাঘই নয়, তার খাদ্য হরিণের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
সমীক্ষার কাজ শুরু হয়েছে সুন্দরবনের প্রায় ৪হাজার বর্গকিলোমিটার এলাকায়। বনবিভাগ মারফত জানা গিয়েছে, সাধারণত সুন্দরবনের সাতক্ষীরা অঞ্চলে সব সময়ই বাঘ বেশি দেখা যায়। এবার সেখানেও গতবারের চেয়ে বেশি বাঘ দেখা গিয়েছে। গতবারের তুলনায় বেশি দেখা গিয়েছে শিশু বাঘও। আধিকারিকদের ধারণা, গতবারের চেয়ে এবার সুন্দরবনে বাঘের সংখ্যা ২০-৩০শতাংশ বাড়তে পারে। আধিকারিকরা জানিয়েছেন, এই সমীক্ষাতে খুলনায় ১০-১৫টি বাঘ এবং বাচ্চা সহ একাধিক বাঘের পরিবার দেখা গিয়েছে। তাতেই সেখানে বাঘের সংখ্যা বাড়ছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।