ওয়াশিংটন, ২৫ ফেব্রুয়ারি: আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে দ্বিতীয় বারের জন্য নামছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক ভাবে একের পর এক ধাপ পেরিয়েও চলেছেন, এবার তিনি দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান প্রেসিডেন্টের প্রাথমিক পর্যায়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিপক্ষ ছিলেন নিক্কি হ্যালি। নিক্কি দক্ষিণ ক্যারোলিনারই বাসিন্দা। সেখানকার প্রাক্তন গভর্নরও বটে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালিকে পরাজিত করেছেন।
আমেরিকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন দক্ষিণ ক্যারোলিনা। সেখানে প্রাথমিক নির্বাচনে জয়ের ফলে রিপাবলিকান প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেতে সুবিধা হবে ট্রাম্পের। ট্রাম্পের কাছে হারের পর নিক্কি বলেছেন, "আমি এই সপ্তাহের শুরুতে বলেছিলাম, দক্ষিণ ক্যারোলিনায় যাই ঘটুক না কেন, আমি প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাব। আমি এককথার মহিলা।" নিক্কিকে কত ভোটে ট্রাম্প হারিয়েছেন, এখনও সেই সংক্রান্ত স্পষ্ট পরিসংখ্যান প্রকাশ্যে আসেনি। তবে, ট্রাম্প এবং নিক্কির প্রাপ্ত ভোটের ব্যবধান অনেক।