International

8 months ago

Demand for international recognition: 'বাংলাদেশে গণহত্যা দিবস' স্মরণ অনুষ্ঠানে আন্তর্জাতিক স্বীকৃতির দাবী

Demand for international recognition
Demand for international recognition

 

কলকাতা, ২৫ মার্চ: “বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সর্বোচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।” বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতায় সোমবার ‘বাংলাদেশে গণহত্যা দিবস’ স্মরণ অনুষ্ঠানে এ কথা বলেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

গণহত্যা নিরসনে এবং ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য বাংলাদেশ সরকারের নিরন্তর প্রচেষ্টার কথা তিনি তুলে ধরেন। একই সাথে তিনি সবার প্রতি আহবান জানান বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে, শহিদদের স্বপ্ন পূরণে, সোনার বাংলা গড়ে তুলতে। দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতির দাবীও তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে।

বাংলাদেশ গ্যালারীতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গণহত্যা দিবস হিসেবে নির্মিত তথ্যচিত্র দেখানো হয়। এক মিনিট নিরবতা পালনের পর উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে কর্মকর্তাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরবর্তীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পাঠানো বানী পাঠ করে শোনান যাথক্রমে কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম এবং কাউন্সিলর (কনস্যুলার), এ.এস.এম আলমাস হোসেন। অনুষ্ঠানে গণহত্যা দিবস নিয়ে আলোচনা করেন মিনিস্টার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান, সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং প্রথম সচিব (বাণিজ্যিক), মো: শামসুল আরিফ।

প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন এ খবর জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে লেখেন, “সমাপনী বক্তব্যে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার, আন্দালিব ইলিয়াস ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে এবং পরবর্তী ৯ মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ,শেখ মারেফাত তারিকুল ইসলাম। বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।”


You might also like!