Breaking News
 
SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব Abhishek Banerjee: ‘বাংলা নয়, সময় হয়েছে আপনাদের পাল্টানোর!’ সিঙ্গুরের মঞ্চ থেকে মোদীর আক্রমণের জবাবে হুঙ্কার দিলেন অভিষেক

 

International

1 year ago

১০০ বছর পর ফিরল প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া দৈত্যাকার নীলবর্ণ তিমি

Sei whale spotted off Argentina's Patagonia coast for first time since 1929.
Sei whale spotted off Argentina's Patagonia coast for first time since 1929.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১০০ বছর পেরিয়ে ফের উদয় হল দৈত্যাকার তিমির। বিশালাকার নীল-ধূসর বর্ণের তিমিকূলের আবারও দেখা মিলেছে আর্জেন্টিনার প্যাটাগোনিয়ান উপকূলের কাছে। গত ১০০ বছরের ক্রমাগত শিকারের ফলে এই দৈত্যাকার তিমি প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল। বর্তমানে এই প্রত্যাবর্তন প্রাণীকূল ও পরিবেশের জন্য নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ।

১৯২০ এবং ১৯৩০-সালের মধ্যে আর্জেন্টিনার উপকূল বরাবর তিমিশিকারী জাহাজ চলাচল করত। ফলে সেই সময় বিপুল পরিমান তিমি ধ্বংস হয়ে গিয়েছিল। একসময় এমন আসে যে তিমি পরিবার নিজেদের এলাকা থেকেই নিখোঁজ হয়ে যায়।

সাম্প্রতিক সময়ে তিমি শিকারের উপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে তিমি সহ একাধিক বিশালাকার মৎস্যকূলকে সাগর-মহাসাগরে ফিরিয়ে আনার প্রবলভাবে চেষ্টা চালাচ্ছেন জীববিজ্ঞানী ও পরিবেশবিদরা।

আর্জেন্টিনার CONICET বৈজ্ঞানিক সংস্থার জীববিজ্ঞানী এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের গবেষক মারিয়ানো কসকারেলা এই বিষয়ে বলেছেন, "তিমিকূল অদৃশ্য হয়ে গিয়েছিল কারণ তখন তাদের যথেচ্ছ পরিমাণে শিকার করা হয়েছিল। আনন্দের কথা, তারা বিলুপ্ত হয়নি। শুধু সংখ্যা এতটাই হ্রাস পেয়েছিল যে নীল-ধূসর বর্ণের তিমি মনুষ্য চক্ষুর অন্তরালে চলে গিয়েছিল। ১০০ বছর পরে সেই সংখ্যক তিমিই ফিরে এসেছে হয়তো যা শিকারের আগে ছিল।"

মহাসাগরীয় দৈত্যাকার নীল-ধূসর বর্ণের তিমি হয় বিশাল আকারের। এরা প্রতি দুই থেকে তিন বছর অন্তর বংশবৃদ্ধি করে। তিমি প্রজাতির পুনরায় বৃদ্ধি ও পুনরুদ্ধারের জন্য বিশ্বব্যাপী স্থগিতাদেশকে কৃতিত্ব দিয়ে কসকারেলা বলেছেন, “আমরা নীল-ধূসর বর্ণের দৈত্যাকার তিমির ফিরে আসাকে বিশ্বব্যাপী সংরক্ষণের সাফল্য হিসাবে বিবেচনা করতে পারি।"

পুরো এক শতাব্দীর অনুপস্থিতির পর দৈত্যাকার তিমিকূলের এই অসাধারণ প্রত্যাবর্তন অন্যান্য বিপন্ন প্রজাতির জন্য নিঃসন্দেহে আশার আলোকে উজ্জ্বীবিত করছে।


You might also like!