জাকার্তা ও ম্যানিলা, ৯ জানুয়ারি : ইন্দোনেশিয়ার তালাউড় দ্বীপপুঞ্জে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, গতরাতের এই কম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ৮০ কিলোমিটার গভীরে। এদিকে, ফিলিপিন্সের উপকূলে ৬.৭ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় ভোরে দেশটির উপকূলের প্রশান্ত মহাসাগরে এই ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল সারঙ্গানি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের মিন্দানাও দ্বীপের অগ্রভাগে এবং গভীরতা ছিল ৭০ কিলোমিটার বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে। ভূমিকম্পে বড় ক্ষয়ক্ষতি অথবা আঘাতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।