International

1 year ago

Pakistan : পাকিস্তানের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯, আহত আরও ৪জন

Blust in Pakistan
Blust in Pakistan

 

ইসলামাবাদ, ১ ডিসেম্বর  : পাকিস্তানের একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ওরাকজাই জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

ওরাকজাই জেলা প্রশাসক জানিয়েছেন, ওই সময় খনিতে ১৩ জন শ্রমিক ছিলেন। বিস্ফোরণের পর সেখান থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়। অবশিষ্ট চার খনি শ্রমিককে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তারা গুরুতর আহত হয়েছেন। মূলত খনির ভেতরে গ্যাসের স্পার্কের কারণে বিস্ফোরণটি ঘটেছে।

কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্থানীয় সরকার কর্মকর্তারা। পাকিস্তানের খনি ও খনিজ বিভাগের উপদেষ্টা মোহাম্মদ আরিফ বলেছেন, এ ঘটনায় কোনও গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা। প্রসঙ্গত, পাকিস্তানের কয়লা খনন শিল্পে নিরাপত্তার মানগুলো সাধারণত উপেক্ষা করা হয়। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে কয়লা খনি দুর্ঘটনায় দেশটিতে অসংখ্য খনি শ্রমিক নিহত হয়েছেন। -

You might also like!