West Bengal

3 months ago

Trinamool has won the Gram Panchayats in the elections:নির্বাচনে নিশীথ প্রামাণিক হারতেই গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের

Trinamool has won the Gram Panchayats in the elections
Trinamool has won the Gram Panchayats in the elections

 

কলকাতা  : লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক হেরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার এলাকায় নতুন আধিপত্য বিস্তার করেছে তৃণমূল। কোচবিহারের ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েত দখল করেছে শাসকদল। কোচবিহারে জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার হাত ধরে বিজেপির সহ-সভাপতি সহ নয়টি গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন।

কোচবিহার আসনে প্রায় ৪০ হাজার ভোটে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথকে পরাজিত করেন জগদীশ। এর পর শুক্রবার বিজেপি পঞ্চায়েত সদস্যরা সিতাইয়ে বসুনিয়ার বাড়িতে গিয়ে তৃণমূলে যোগ দেন। ভেটাগুড়ি নম্বর দুই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৮টি। সেখানে ইতিমধ্যেই তৃণমূলের ছয়টি আসন ছিল। নয়জন বিজেপি সদস্য একত্রিত হওয়ায় শাসক দলের আসন বেড়ে হল ১৫-এ।

জগদীশ বলেন, "আজ যে সমস্ত পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন তারা একসময় তৃণমূলের সদস্য ছিলেন।" কোনো কারণে তিনি বিজেপিতে যোগ দেন। পুরো ভেটাগুড়ি এলাকা বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। মানুষকে ভয় দেখিয়ে বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। আজ তারা বুঝতে পেরেছে।'' এই প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বলেন, ''পুরো পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলছে। পঞ্চায়েত প্রধানদের ভয়ভীতি দেখিয়ে তৃণমূলে যোগদান করাচ্ছেন। প্রতিকূল পরিস্থিতিতে তারা লড়াই করতে পারছে না। পরিস্থিতি অনুকূলে থাকলে তারা আবার ফিরে আসবে।


You might also like!