নাগপুর, ৪ সেপ্টেম্বর : মহারাষ্ট্রের নাগপুরের বাজারগাঁও-এ সোলার ইন্ডাস্ট্রিজে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। যদিও, এই বিস্ফোরণে কেউ মারা যাননি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডাঃ নৃপাল ধন্দে বলেন, "আমরা বুধবার রাত ১:৩০ নাগাদ একটি কারখানায় বিস্ফোরণের খবর পাই। প্রথমে চারজন রোগীকে এখানে আনা হয়েছিল, যাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর এবং মাথায় আঘাত লেগেছে। তাদের তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারা ভেন্টিলেটরে রয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর সর্বাধিক রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সাতজন রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।" একজন আহত শ্রমিক বলেন, "ঘটনাটি ঘটে রাতে। চুল্লি থেকে ধোঁয়া বেরোতে দেখে আমরা সবাই বেরিয়ে আসি। প্রায় ২০-২৫ মিনিট ধরে একটানা ধোঁয়া বেরোনোর পর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে প্রায় ৪০-৫০ জন পাথরের আঘাতে আহত হন।"