দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালেই হঠাৎই আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্ক—ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের নুরপুর জেটিঘাট সংলগ্ন বাঁধের রাস্তায় হঠাৎ ধরা পড়ে ফাটল। সময়ের সঙ্গে সঙ্গে সেই ফাটল আরও বড় হতে থাকায় উদ্বেগ বাড়ে স্থানীয়দের মধ্যে। খবর পৌঁছয় ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁর উদ্যোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সেচ দপ্তর ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় বাঁধ মেরামতির কাজ।
সম্প্রতি হাওড়া ও পূর্ব মেদিনীপুরে যাতায়াতের ক্ষেত্রে ব্যস্ততম নুরপুর ফেরিঘাটের খুব কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে চলে আসে বিদেশী পণ্যবাহী একটি জাহাজ। জাহাজটি জেটিতে ধাক্কা না মারলেও সংলগ্ন হুগলি নদীর বাঁধে এসে ধাক্কা খায়। জোয়ার এলে জাহাজটি সেদিকে চলে আসে। আর তাতেই বাঁধের কিছু অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ওই বাঁধ সংলগ্ন রাস্তায় বড়সড় ফাটল লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনা প্রসঙ্গে ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন জানান, ”খবর পাওয়া মাত্রই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছন সেচ দপ্তরের আধিকারিক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা। ওই ফাটল মেরামতির কাজের প্রস্তুতি শুরু হয়ে যায়।” অন্যদিকে ব্লক প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ”ইতিমধ্যেই ওই ফাটল মেরামতের জন্য প্রাথমিক পর্বের কাজ শুরু হয়েছে। সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। শীঘ্রই মেরামতের কাজ একেবারে পুরোদমে শুরু হবে।”
অন্যদিকে ডায়মন্ড হারবারের মহকুমাশাসক অঞ্জন ঘোষ জানান, ”ঘটনার পরেই নুরপুরের ওই জেটিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। পোর্ট ট্রাস্টের জেটি দিয়ে এখন যাত্রী পারাপার করা হচ্ছে। পোর্ট ট্রাস্ট, পরিবহন দপ্তরের সঙ্গে মহকুমা ও ব্লক প্রশাসনের একটি দল ওই এলাকা যৌথভাবে পর্যবেক্ষণ করছে।” মহকুমাশাসকের কথায়, ”ঘটনার পর থেকেই সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। প্রশাসনের তরফে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।” তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভাঙনপ্রবণ ওই এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় ফেরিঘাটে যাত্রী পারাপারে কোনও প্রভাব পড়েনি। যাত্রী পরিষেবা পুরোপুরি স্বাভাবিক ছিল বলে জানা গিয়েছে।