West Bengal

6 months ago

Sundarbans Tiger Video: খাল পেরোতে ২০ ফুটের লাফ দিল বাঘ! প্রকাশ্যে এল সুন্দরবনের এক মুহূর্ত

The tiger jumped 20 feet to cross the canal! A moment of Sundarbans came to light
The tiger jumped 20 feet to cross the canal! A moment of Sundarbans came to light

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামনে খাল। এপার থেকে যেতে হবে ওপারে। সাত পাঁচ না ভেবে লম্বা লাফ দিল বাঘ। যা দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার পালা। এমন বিরল দৃশ্য আগে কখনও দেখেননি।

বাঘ বিরল, অধরা প্রাণী, যে কারণে প্রাকৃতিক আবাসস্থলে বাঘকে একবার চোখের দেখা দেখতে পাওয়ার রোমাঞ্চ অতুলনীয়। বন্য অঞ্চলে বাঘ দেখা যেমন সর্বদা একটি আকর্ষণীয় বিষয়। দেখা গেলে জীবনে হয়ত একবার দেখা যায়, তেমনই বাঘকে বড় লাফ দিয়ে খাল পেরোতে দেখাও একটি আরও অসাধারণ অভিজ্ঞতা। এই মুহূর্তে, জলের স্রোতে দীর্ঘ লাফ দেওয়ার সময় বাঘের একটি বহু প্রতীক্ষিত ভিডিয়ো নেটিজেনদের নজর টেনেছে৷ এই অসাধারণ ভিডিয়োটি ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিস (IRAS) অফিসার অনন্ত রূপানাগুড়ি এক্স (আগের টুইটার)-এ শেয়ার করেছেন।

ভাইরাল ভিডিয়োটি দেখুন এখানে

ক্লিপটি শুট করা হয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন ন্যাশনাল পার্কে। দেখা গিয়েছে, সুন্দরবনে একটি খালের দিকে হেঁটে যাচ্ছিল বাঘ। কয়েক সেকেন্ড পরে, এটি একটি বিশাল লাফ দিয়ে খালের অপর পারে চলে যায়। মাইক্রোব্লগিং সাইটে ভিডিয়োটি শেয়ার করে মিঃ রূপংগুড়ি লিখেছেন, 'দাঁড়িয়ে দাঁড়িয়েই ওই বাঘের ২০ ফুটের বেশি লাফ - সুন্দরবনে - জীবনে একবার মাত্র দেখার সৌভাগ্য করতে পেরেছেন!' ক্লিপটি প্রাথমিকভাবে ইনস্টাগ্রামে বন্যপ্রাণী ফটোগ্রাফার হর্ষাল মালভাঙ্কর শেয়ার করেছিলেন। এটি সম্মিলিতভাবে ছয় মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে অসংখ্য প্রতিক্রিয়া পেয়েছে।

নিজের জন্য শিকার করে। তাই তারা জঙ্গলের রাজা নয়। কিন্তু তারা বিড়ালের রাজ্যে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে দক্ষ। যাইহোক আশ্চর্যজনক ক্যাপচার'। অন্য একজন মন্তব্য করেছেন, 'বাহ, এমন কিছু আগে কখনও দেখিনি, অসাধারণ।' অন্য একজন লিখেছেন, '১৫০-২০০ কেজি ওজনের একটি প্রাণীকে এতদূর ঠেলে দেওয়ার জন্য সেই পায়ে ঠিক কতটা শক্তির প্রয়োজন কল্পনা করুন, মাধ্যাকর্ষণ সক্রিয়ভাবে এই কাজটি করতে সাহায্য করেছে।'

একজন ব্যবহারকারী শেয়ার করেছেন, 'এমন একটি শ্বাসরুদ্ধকর ছবি! সুন্দরবন সত্যিই একটি অনন্য রত্ন। এই অসাধারণ অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন।' অন্য একজন ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন, 'ম্যাজেস্টিক বিড়াল!'

এদিকে গত মাসে বাঘের আরও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বন্যপ্রাণী ফটোগ্রাফার দীপ কাঠিকর দ্বারা ধারণ করা ক্লিপটিতে দেখা গিয়েছিল যে একটি বাঘ মহারাষ্ট্রের তাডোবা জাতীয় উদ্যানের একটি জলাশয় থেকে প্লাস্টিকের বোতল তুলে নিচ্ছে৷ মিঃ কাঠিকরের মতে, দেখানো বাঘটি রামদেগি পাহাড়ের বাঘ ভানুশাখিন্দির শাবক এবং ফুটেজটি ২০২৩ সালের ডিসেম্বরে তোলা হয়েছিল।

https://twitter.com/Ananth_IRAS/status/1771815750686167242?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1771815750686167242%7Ctwgr%5E8c120b652164d5b3bedc98c31a11f984d95aecc0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Flifestyle%2Fsundarbans-tiger-video-tiger-jumps-20-feet-to-cross-the-canal-a-rare-moment-of-sundarbans-31711439478339.html

You might also like!