West Bengal

7 months ago

Siddaramaiya:রাজ্য বাজেট পেশ করলেন সিদ্দারমাইয়া, দরিদ্রদের জন্য জনমোহিনী ঘোষণা, পর্যটনকে উৎসাহ

Siddaramaiah presents state budget, announces Jan Mohini for poor, boosts tourism (File Picture)
Siddaramaiah presents state budget, announces Jan Mohini for poor, boosts tourism (File Picture)

 

বেঙ্গালুরু, ১৬ ফেব্রুয়ারি: কর্ণাটক বিধানসভায় রাজ্য বাজেট ২০২৪ পেশ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া। দরিদ্রদের জন্য জনমোহিনী ঘোষণা করেছেন সিদ্দারমাইয়া, পর্যটনকেও উৎসাহ দিচ্ছে সিদ্দারমাইয়া সরকার। শুক্রবার বাজেট পেশ করার সময় সিদ্দারমাইয়া বলেছেন, "ক্যাফে সঞ্জীবনী নামে ৫০টি মহিলা পরিচালিত ক্যাফে এই বছরে রাজ্য জুড়ে ৭.৫০ কোটি টাকায় চালু করা হবে। এই ক্যান্টিনগুলি স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী মূল্যের রান্না করা খাবার এবং ঐতিহ্যবাহী স্থানীয় খাবারের জন্য গ্রামীণ এলাকায় চাহিদা এবং সরবরাহের ব্যবধান মেটাবে।

সিদ্দারমাইয়া জানান, রাজ্যের পর্যটন সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে আরও পর্যটক এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ২০২৪-২৯-এর জন্য পর্যটন নীতি সংশোধন করা হবে। অঞ্জনাদ্রি পাহাড় এবং কপ্পাল জেলার আশেপাশের অঞ্চলগুলি পৌরাণিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে, এই অঞ্চলগুলিতে পর্যটন বিকাশের জন্য ১০০ কোটি টাকা প্রদান করা হবে।" জিএসটি নিয়ে কেন্দ্রকে এদিন নিশানা করেছেন সিদ্দারমাইয়া।

You might also like!