West Bengal

6 months ago

Lok Sabha Election : ভিন রাজ্যে শান্তনু, ঘরের ময়দানে প্রচারে বিশ্বজিৎ

Shantanu in foreign states, Biswajit campaigning at home
Shantanu in foreign states, Biswajit campaigning at home

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শান্তনু ঠাকুরের খাসতালুক ঠাকুরনগরে সোমবার ভোটের প্রচার সারলেন বনগাঁ কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। কখনও পায়ে হেঁটে কখনও প্ল্যাটফর্মে হকারদের সঙ্গে আবার কখনও রাস্তার চায়ের দোকানে বসে চায়ে চুমুক দিয়ে জনসংযোগ সারলেন তিনি। অন্য দিকে, বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর দলের নির্দেশে রাজস্থানে প্রচারে গিয়েছেন।

ফলে তাঁর অনুপস্থিতিতে বনগাঁর বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল দলের কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করছেন। রাজস্থান থেকে ফেরার পর ফের প্রচার নামবেন শান্তনু। সোমবার সন্ধ্যায় বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের খাসতালুক ঠাকুরনগরে জনসংযোগ সারলেন তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস।

তার আগে, এ দিন তিনি গাইঘাটা ব্লকের শিমুলপুর এবং ইছাপুর পঞ্চায়েতের দলের কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। এই দুই পঞ্চায়েতের বুথস্তরের কর্মীরাও ছিলেন। এ দিনের কর্মিসভায় বিশ্বজিৎ দাসের সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। কয়েক দিন আগে ঠাকুরনগরে সিএএ-র বিরোধিতায় মিছিল করেছিলেন মতুয়ারা। মতুয়াদের সেই ক্ষোভকে কাজে লাগাতে এ দিন শান্তনুর গড়ে ভোটপ্রচার সারলেন বিশ্বজিৎ।

এদিন তিনি ঠাকুরনগর বাজারে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করেন। দোকানে ঢুকে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি। সাংসদ হিসেবে আগামী পাঁচ বছর মানুষের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন বিশ্বজিৎ। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টোটো চালকদের সঙ্গেও কথা বলেন।

এরপরেই তিনি চলে আসেন ঠাকুরনগর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। সেখানে হকারদের সঙ্গে কথা বলেন। প্ল্যাটফর্ম লাগোয়া একটি চায়ের দোকানে ঢুকে পড়েন বিশ্বজিৎ দাস। চায়ের দোকানে তখন বসেছিলেন কয়েকজন। চায়ের কাপে চুমুক দিতে দিতে তাঁদের সঙ্গে কথা হয় বিশ্বজিতের।

অন্য দিকে, গত ২৮ মার্চ দলের নির্দেশে রাজস্থানে ভোটের প্রচারে গিয়েছেন শান্তনু ঠাকুর। তাঁর অনুপস্থিতিতে এ দিন স্বরূপনগর, বনগাঁ সহ কল্যানীতে দলের কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। শান্তনু ঠাকুর বলেন, ‘দলের নির্দেশেই আমি রাজস্থানে আছি। দু-একদিন পর ফিরব ঠাকুরনগরে।’

You might also like!