West Bengal

7 months ago

NCW chairperson: সন্দেশখালির ঘটনায় উদ্বিগ্ন রেখা শর্মা, মমতাকে তোপ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের

Rekha Sharma (File Picture)
Rekha Sharma (File Picture)

 

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। একইসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেরও তীব্র সমালোচনা করেছেন। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, "আক্রান্তদের সঙ্গে দেখা করতে সন্দেশখালি যাব। আমি চাই আক্রান্তরা এসে আমার সঙ্গে কথা বলুক, জাতীয় মহিলা কমিশন তাঁদের পাশে রয়েছে।"
রেখা শর্মা আরও বলেছেন, "আমি আগামীকাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং তারপর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব। অনেক কিছু সামনে আসছে, কিন্তু পুলিশ তাঁদের দমন করছে। আমি ডিএম এবং এসপি-র সঙ্গে দেখা করতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশাসনকে কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। আমি শুনেছি আক্রান্তদের ১০ জন আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে, কিন্তু শেখ শাহজাহানকে এখনও গ্রেফতার করা হয়নি।"

You might also like!