West Bengal

7 months ago

Aadhaar Card: লোকসভা ভোটের আগে নয়া জটিলতা! আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন, নোটিসে আতঙ্ক জামালপুরে

Aadhar Card Deactivation (File Picture)
Aadhar Card Deactivation (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছিলেন লোকসভা ভোটের আগে বাংলাতেও এনআরসি, সিএএ নিয়ে বিজেপি রাজনীতি করতে চাইছে। বৃহস্পতিবার তিনি বিধানসভায় অভিযোগ করেন ‘অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে (কেন্দ্র) যাতে মানুষ ভোট দিতে না পারে।’

এরই মাঝে বিতর্ক তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রাম, আঝাপুর, আবুজহাটির প্রায় ৮০টি পরিবারের কাছে এদিনই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার চিঠি পৌঁছনোয়। এই দিন দুপুরে ডাক মারফত চিঠি পৌঁছলে পরিবারগুলি জানতে পারে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই ওই কার্ডগুলি নিষ্ক্রিয় করে দিয়েছে।

আধার কার্ড আবার চালু করতে হলে নিকটবর্তী ইউআইডিএআই অফিসে গিয়ে তাঁদের যোগাযোগ করতে বলা হয়েছে। এমন চিঠি হাতে পেয়ে আতঙ্কিত ওইসব গ্রামের বাসিন্দারা। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে জেলা প্রশাসন। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায় বলেন, ‘বিষয়টি আজই আমার নজরে এসেছে। বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You might also like!