West Bengal

7 months ago

Narendra Modi: সন্দেশখালির মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদী! শুভেন্দুর মন্তব্যে জল্পনার প্রেক্ষাপট

Narendra Modi (File Picture)
Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সঙ্গে এক বৈঠকে জানিয়েছেন বাংলায় এসে উত্তর ২৪ পরগনা যেতে পারেন এবং সন্দেশখালির মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী। তবে সফরের তারিখ তাঁর কার্যালয় থেকে ঠিক করা হবে বলে জানান শুভেন্দু। এদিকে একটি সূত্র মারফৎ ওই সংবাদমাধ্যম জানতে পেরেছে যে আগামী ৭ মার্চ বারাসত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী।

অপরদিকে মঙ্গলবার হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেসখালি যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন আরও ৫ জন বিধায়ককে সঙ্গে নিয়ে। গত সপ্তাহের ২ বার সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন শুভেন্দু। তারপরেই আদালতের দ্বারস্থ হন তিনি। প্রসঙ্গত, সন্দেশখালি ইস্যুতে লাগাতার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে চলেছে বিজেপি।

দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখার সময় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় দাবি করেন যে, যৌন নিপীড়নের অভিযোগকারিণীরা সাংবাদমাধ্যমে মুখ খোলার পড়ে তাঁদের বাড়িতে হামলা চালান হয়েছে। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইডির সঙ্গে নিয়ে বিজেপি সেখানে ঢুকে অশান্তি পাকিয়েছে বলে অভিযোগ করেছেন।


 

You might also like!