West Bengal

7 months ago

Mamata Banerjee: নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালির তুলনা প্রসঙ্গে মন্ত্যব্য মমতার!

CM Mamata Banerjee opens up about the comparison of Nandigram & Sandeshkhali Issue
CM Mamata Banerjee opens up about the comparison of Nandigram & Sandeshkhali Issue

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ BJP ময়দানে নেমেছে সন্দেশখালির ঘটনার সঙ্গে নন্দীগ্রামের তুলনা টেনে। যদিও বাম চেয়ারম্যান বিমান বসু দাবি করেছিলেন এই দুই ঘটনা ভিন্ন। এবার এই নিয়ে সরাসরি প্রতিক্রিয়া করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। 
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বাঁকুড়ায় বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন তিনি বলেন, 'সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা-এক এক জায়গার এক একটা চেহারা রয়েছে। কাজেই একটার সঙ্গে আর একটার তুলনা টেনে নিজেরা দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না। কোথাও অত্যাচার হোক চাই না।'
পাশাপাশি নির্দিষ্ট কারও নাম না করে উল্লেখযোগ্য মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যাঁরা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলব ভাণ্ডার! আমার ভাণ্ডারে অনেক কিছু জমা রয়েছে। আমার ভাণ্ডার খুললে বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল। আমি ভুল জিনিসকে প্রশয় দিই না। জ্ঞানত দেবও না। যতটা পারব মানুষকে সাহায্য করব। মানুষকে সাহায্য করাই আমার কাজ। ভালো কাজের কোনও তুলনা হয় না। খারাপ কাজ যাঁরা করে খারাপ যাঁরা বলে বলে সেই দিকে তাকাবেন না।’
উল্লেখ্য, এর আগে বিমান বসু বলেন, 'সন্দেশখালিতে সাধারণ মানুষ বলছেন তাদের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেড়ি করা হয়েছে। নন্দীগ্রামে কেমিক্যাল হাব তৈরি করতে চেয়ে জমি নির্দিষ্ট করার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল। অন্যদিকে, বিস্ফোরক দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি দিল্লি যাওয়ার আগে বলেছিলেন, 'সন্দেশখালি দ্বিতীয় নন্দীগ্রাম'।
যদিও শাসক শিবিরের স্পষ্ট দাবি ছিল, লোকসভা ভোটের আগে রাজ্য শাসক দলকে কলুষিত করার জন্যই চক্রান্ত করা হচ্ছে। প্রসঙ্গত, ৫০ দিনের বেশি সময় ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। এখনও গ্রেফতার হননি এই ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহান। এই নিয়ে রীতিমতো তপ্ত রাজ্য রাজনৈতিক মহল। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের তরফে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে।
যে কোনও এজেন্সি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে। অর্থাৎ CBI বা ED-র শেখ শাহজাহানকে গ্রেফতারির ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। প্রসঙ্গত, এদিন রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্প এবং কাজের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন।

You might also like!